পিকনিকে নাচতে না দেওয়ায় অভিযোগে বর্ষবরণের রাতে এক ব্যক্তিকে পিটিয়ে খুন।ঘটনাটি ঘটেছে, ডায়মন্ড হারবারের আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আশুতি রথতলা এলাকায়। পরিবার এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ষবরণের রাতে পাড়ারই কয়েকজন যুবক মাইক বাজিয়ে নৈশ ভোজ করছিল।
সেই সময়ই অভিযুক্ত শুভেন্দু নস্কর নামে এক ব্যক্তি সেখানে নাচবার জন্য যায়। সেই সময় কমবেশি প্রায় সকলেই মদ্যপ অবস্থায় ছিল।পিকনিকে অংশগ্রহণকারীদের দাবি, ওই নৈশ ভোজে শুভেন্দুর কোনও প্রকার আমন্ত্রণ ছিল না। তাই বাকি যুবকেরা তাঁকে নাচতে বাধা দেয়।
পিকনিক শেষে বাড়ি ফেরার পথে সেই রাগেই সম্ভবত পিটিয়ে খুন করা হয়েছে পিকনিকে অংশগ্রহণকারী প্রবীর মন্ডল নামে এক ব্যক্তিকে।ওই দিন রাতেই শুভেন্দুর খোঁজে কালীতলা আশুতি থানার পুলিশ শুভেন্দুর বাড়িতে গেলেও শুভেন্দু রাত থেকে এখনও পর্যন্ত পলাতক।
মৃতের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি অভিযুক্ত শুভেন্দুর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।