মশারি খাটিয়ে ট্রেনে ঘুমোলে এবার কড়া ব্যাবস্থা নেবে রেল। জানা গিয়েছে, কাটোয়া লাইনে ভোরের ট্রেনগুলোতে এক শ্রেণির যাত্রীরা বাড়ি থেকেই নিয়ে আসেন মশারি। এর পর তা খাটিয়ে সিটেই শুয়ে যাত্রা করেন কেউ কেউ। সোশাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে রেল।
সঙ্গে সঙ্গে পদক্ষেপ করার জন্য নির্দেশ দেওয়া হয় আরপিএফকে। নতুন বছরের প্রথম দিনে এই বিষয়ে আরপিএফের আইজি জানিয়েছেন, ট্রেনে অন্য যাত্রীদের অসুবিধায় ফেলে কোনও আচরণ করলে তা মেনে নেওয়া হবে না। ট্রেনে যাত্রার সময় নিজের সুবিধা তৈরি করলে ওই যাত্রীকে রেলের আইন মেনে গ্রেপ্তার করা হবে।
পদক্ষেপ করার জন্য বিশেষ গ্রুপ তৈরি করে ট্রেন তল্লাশিও চালাবে আরপিএফ। বিশেষত ভোর ও গভীর রাতের ট্রেনগুলোতে নজরদারি চালানো হবে। রেল কর্তৃপক্ষের মতে, মশারি খাটিয়ে দেওয়া মানেই লোকাল ট্রেনে অন্যান্য যাত্রীদের অসুবিধা সৃষ্টি করা।
সকল যাত্রীরাই যাতে স্বচ্ছন্দ্যে ট্রেনে যাত্রা করতে পারে সেটাই রেলের উদ্দেশ্য। কোনও কারণে যাত্রীদের অসুবিধা হওয়া মানেই রেলের আইনে তা বিপজ্জনক।