পুরনো নথি, কাগজপত্র, ভাঙা মেশিনের মতো আবর্জনা বেচেই ১১৬৩ কোটি টাকা রোজগার কেন্দ্রের।এর মধ্যে গত অক্টোবর মাসেই রোজগার হয়েছে ৫৫৭ কোটি টাকা।কেন্দ্রের পরিসংখ্যান বলছে, ২০২১ সালের অক্টোবর মাস থেকে পুরনো কাগজপত্র, নথিপত্র, ফাইল, পুরনো যন্ত্রপাতি, ফার্নিচার ইত্যাদি বেচেই ১ হাজার ১৬৩ কোটি টাকা আয় হয়েছে।
গত বছর অক্টোবর মাসে সরকারের বিভিন্ন দপ্তরে সাফাই অভিযান শুরু করেছিল মোদি সরকার। সেই এক মাসেই প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা রোজগার হয়েছে সরকারের। সূত্র বলছে, গত দু বছরে স্রেফ ফাইল বিক্রি হয়েছে ৯৬ লক্ষ। তাতে ৩৫৫ লক্ষ বর্গফুট জায়গাও খালি হয়েছে। সেই জায়গাও ব্যবহৃত হয়েছে অন্য কাজে।
সরকার এখন ই-ফাইলের উপর বেশি জোর দিচ্ছে। অর্থাৎ, সব কিছু কম্পিউটারে তোলা থাকছে। এর ফলে, কাগজের ফাইলের প্রয়োজন ফুরিয়েছে।তাই বিপুল ফাইল অকেজো হয়ে যাচ্ছে। সেগুলো বেচেই কোটি কোটি টাকা রোজগার করেছে সরকার।