বড় ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে হার মেনেছিল পাকিস্তান। দ্বিতীয় টেস্টে সমতা ফেরানোর উদ্দেশ্য নিয়ে খেলতে নেমেছিল পাক দল। কিন্তু বক্সিং ডে টেস্ট ৭৯ রানে জিতে নিল অজিরা। মেলবোর্নে প্রথমে ব্যাট করে ৩১৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে পাকিস্তান শেষ হয়ে যায় ২৬৪ রানে।
অস্ট্রেলিয়া এর পর ব্যাট করে পাকিস্তানের সামনে ৩১৭ রানের লক্ষ্য রাখে। সেই রান তুলতে নেমে পাকিস্তান শেষ হয়ে যায় ২৩৭ রানে।৩১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। কোনও বড় জুটি গড়তে পারেনি তারা। অধিনায়ক মাসুদ ৬০ রান করেন। ৫০ রান করেন আঘা সলমন।
প্রাক্তন অধিনায়ক বাবর আজ়ম ৪১ রান করে আউট হয়ে যান। লোয়ার অর্ডারের কোনও ব্যাটার রান করতে পারেননি। চার জন ব্যাটার শূন্য রানে আউট হয়ে যান।কামিন্স দুই ইনিংসেই ৫টি করে উইকেট তুলে নেন।সিডনিতে তৃতীয় টেস্ট এখন শুধুই নিয়মরক্ষার।ওই ম্যাচ খেলেই অবসর নেবেন ডেভিড ওয়ার্নার।