“ভগবান রামকে কিডন্যাপ করেছে ওরা।” অযোধ্যার রামমন্দির উদ্বোধন নিয়ে বিজেপিকে এইভাবেই তোপ দাগলেন সঞ্জয় রাউত।নতুন বছরে ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই অনুষ্ঠানে আমন্ত্রণ নিয়ে হাজারও বিতর্ক শুরু হয়েছে।
ওই বিষয়ে সঞ্জয় বলেন, “সমস্তটাই রাজনীতি। কে যাবে বিজেপির ওই অনুষ্ঠানে? রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, বিজেপির অনুষ্ঠান। বিজেপিরই সভা।” তিনি আরও বলেন, “আমরাও অযোধ্যায় যাব। তবে বিজেপির অনুষ্ঠানের পর। যদি মন্দির কর্তৃপক্ষ অনুষ্ঠান করত তবে সম্পূর্ণ অন্য বিষয় হত।”
এর পরেই শিব সেনা নেতা বলেন, “আমি মনে করি ভগবান রামকে অপহরণ করা হয়েছে। যাঁরা ভগবান রামের নামে রাজনীতি করেন, তাঁরা ভগবানের সঙ্গে কোনও সম্পর্ক রাখেন না। এসবই শুধু রাজনীতির জন্য।”