স্টাফ রিপোর্টার: গাড়ির বকেয়া কর আদায়ে ছাড় দিতে চলছে পরিবহণ দফতর।পরিবহণ দপ্তরসূত্রে খবর, এই নতুন স্কিমে রোড ট্যাক্স, পারমিট এবং সার্টিফিকেট অব ফিটনেস (সিএফ) পুনর্নবীকরণের ক্ষেত্রে জরিমানা মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে পরিবহণ দফতর চালু করবে ওয়েভার স্কিম।
এই নতুন স্কিমে ১-৩০ জানুয়ারির মধ্যে বকেয়া সিএফ এবং পারমিট ফি মিটিয়ে দিলেও ১০০ শতাংশ জরিমানা মকুব করা হবে। আবার নতুন বছরের ৩১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দুই খাতের বকেয়া মেটালে অবশ্য ১০০ শতাংশ ছাড় মিলবে না। সে ক্ষেত্রে গাড়ির মালিককে জরিমানার ৮০ শতাংশ মকুব করা হবে।