Friday, September 20, 2024
spot_img
spot_img
Homeদেশরাম মন্দিরে লিফট থেকে ব়্যাম্প, দ্রুতগতিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

রাম মন্দিরে লিফট থেকে ব়্যাম্প, দ্রুতগতিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের এক মাসও বাকি নেই।তাই এখন দ্রুতগতিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একই সঙ্গে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের জন্য পাঠানো হচ্ছে আমন্ত্রণপত্রও।এরমধ্যেই রাম মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, আধুনিক পয়ঃপ্রণালী প্ল্যান্ট থেকে জল পরিশোধন প্ল্যান্ট সবই থাকবে মন্দিরে।

রাম মন্দিরে লিফট থেকে ব়্যাম্প, দ্রুতগতিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

তার সঙ্গেই থাকছে বিদ্যুৎ সরবরাহ বিশেষ ব্যবস্থাও। অযোধ্যার শ্রী রাম মন্দিরের ৭০ একর জমির ৭০ ভাগই গাছ দিয়ে ঢাকা থাকবে বলে জানিয়েছেন রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। মন্দির চত্বরে থাকছে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা। প্রয়োজনে মাটির তলায় থাকা রিজার্ভার থেকে জল তুলতে পারবে এটি।

রাম মন্দিরে লিফট থেকে ব়্যাম্প, দ্রুতগতিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

গোটা মন্দিরে মোট ৩৯২টি স্তম্ভ থাকবে। রাম মন্দিরে থাকছে লিফটও। ঢোকার মুখে থাকছে ২টো ব়্যাম্প। প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যাতায়াতের সুবিধার কথা ভেবেই এটা করা হয়েছে। রামায়ণে জটায়ুর ভূমিকা সর্বজনবিদিত।

রাম মন্দিরে লিফট থেকে ব়্যাম্প, দ্রুতগতিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

তাই চম্পত রাই জানিয়েছেন, কুবের টিলায় একটি জটায়ু মূর্তি বসানো হয়েছে। ২২ জানুয়ারি শ্রী রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। সেই উপলক্ষে বিপুল আয়োজন করা হয়েছে অযোধ্যায়।

Html code here! Replace this with any non empty raw html code and that's it.

Most Popular

error: Content is protected !!