স্টাফ রিপোর্টার: এমফিল নিয়ে পড়ুয়াদের উদ্দেশে নোটিস জারি করল ইউজিসি।এর আগেই এমফিল কোর্সকে বাতিল বলে ঘোষণা করেছে ইউজিসি।এবারও ইউজিসি নোটিসে জানিয়েছে, ‘কয়েকটি বিশ্ববিদ্যালয় নতুন করে এমফিলে ভর্তির অফার দিচ্ছে।
এই প্রেক্ষিতে জানানো হচ্ছে যে এমফিল আর স্বীকৃত ডিগ্রি নয়।’ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যে এই এমফিল-এ ভর্তির প্রক্রিয়া বন্ধের নির্দেশও দিয়ে দিয়েছে ইউজিসি।