বিশ্ব সমাচার, কুলতলি: ফের বাঘের আতঙ্ক কুলতলিতে। পাওয়া গেল পায়ের ছাপ কুলতলি ব্লকের মৈপীঠ থানা এলাকার ভুবনেশ্বরী অঞ্চলে। সারারাত ধরে বাঘের গর্জন শুনতে পান এলাকার বাসিন্দারা। রাতে ভয়ে কেউই বাড়ির বাইরে বের হননি।
সকাল হলে এলাকার বাসিন্দারা জঙ্গলের সামনে ভিড় জমান। তাঁরা মনে করছেন, বাঘ লোকালয় সংলগ্ন জঙ্গলেই আছে। বনদপ্তর ও পুলিশকে খবর দেওয়া হয়। মৈপীঠ থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা এসেছেন ঘটনাস্থলে।
তাঁরা বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছেন। তবে প্রাথমিকভাবে বনদপ্তর মনে করছে, বাঘটি আবার গভীর জঙ্গলে চলে গিয়েছে। যদিও নজরদারি চালাচ্ছেন তাঁরা।