ইংল্যান্ডকে হারিয়ে এবার অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধেও টেস্টে দাপট দেখাচ্ছে হরমনপ্রীত কৌরের ভারত।বৃহস্পতিবার অজিদের বিরুদ্ধে শুরু হওয়া টেস্টের প্রথমদিনেই চালকের আসনে প্রমিলাবাহিনী। অজিদের প্রথম ইনিংস মাত্র ২১৯ রানে গুটিয়ে, দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ৯৮। ফলে মাত্র ১২১ রানে পিছিয়ে রয়েছেন স্মৃতি মান্ধানা-শেফালি বার্মারা।
এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইশ গজে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে ডানহাতি পেসার পূজা বস্ত্রকার ও অফ স্পিনার স্নেহ রানার দাপটে অজিদের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ম্যাচের সেরা হয়েছিলেন দীপ্তি শর্মা। এবারও ধারাবাহিকতা বজায় রাখলেন দীপ্তি। তাহিলা ম্যাকগ্রা (৫০), বেথ মুনি (৪০) ও অধিনায়ক অ্যালিশা হিলি (৩৮) ছাড়া আর কেউ লড়াই করতে পারেননি।
ফলে ২১৯ রানে শেষ হয়ে যায় অজিদের প্রথম ইনিংস। পূজা ৫৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন। স্নেহ রানার ঝুলিতে এসেছে ৫৬ রানে ৩ উইকেট। দীপ্তির দখলে এল ৪৫ রানে ২ উইকেট।জবাবে ব্যাট করতে নেমে দিনের খেলার শেষে ভারত ১ উইকেটে ৯৮ রান তুলে নিয়েছে। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন দুই ওপেনার শেফালি বার্মা ও স্মৃতি।
দু’জন মাত্র ১৬.৩ ওভারে ৯০ রান তুলে দেন। তবে দলের রান যখন ৯০, তখন ব্যক্তিগত ৪০ রানে ফিরে যান শেফালি। যদিও নাইটওয়াচ উইমেন স্নেহকে (৪) নিয়ে ক্রিজে রয়েছেন অভিজ্ঞ স্মৃতি (৪৯ বলে ৪৩*)। ফলে ভারত মাত্র ১২১ রানে পিছিয়ে রয়েছে।