স্টাফ রিপোর্টার : দুবাইয়ের আবুধাবিতে দালাল চক্রের হাতে আটকে বাংলার ১৩ জন শ্রমিক। এই শ্রমিকরা মূলত দক্ষিন দিনাজপুর জেলার। আর এই ১৩ জন পরিযায়ী শ্রমিককে দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের দ্বারস্থ হলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এই শ্রমিকদের নামের তালিকা বিদেশমন্ত্রীর হাতে তুলে দেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। এই তালিকা তুলে দেওয়ার পাশাপাশি তাদের দ্রুত ফিরিয়ে আনার বিষয়টি জানান। সুকান্ত জানান, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।