স্টাফ রিপোর্টার : এবার কৃষকদের নিয়ে রাজ্যে আন্দোলনে নামছে বিজেপি। সোমবার থেকে রাজ্যজুড়ে জেলায়-জেলায় বিজেপির কিষান মোর্চা লাগাতার অবস্থান বিক্ষোভ করবে বলে জানিয়েছেন দলীয় মুখপাত্র শমীক ভট্টাচার্য। শনিবার সাংবাদিক সম্মেললন করেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।
জানান, “কৃষক আন্দোলনকে হাতিয়ার করে রাজ্যে পরিবর্তন এসেছিল। কিন্তু পরিবর্তনের পর রাজ্যে চাষিদের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তৃণমূলের জন্যই সহায়ক মূল্য় ধান বিক্রি করতে পারছে না চাষিরা। চাষিদের অবস্থা অত্যন্ত খারাপ।বর্তমানে জেলায়-জেলায় কৃষকদের স্বতঃস্ফূর্ত আন্দোলন চলছে।
সেখানে দলীয় পতাকা ব্যবহার করা হচ্ছে না। সোমবার থেকে পদ্মশিবির এই ইস্য়ুকে কাজে লাগিয়ে আন্দোলনে নামছে।জেলায়-জেলায় বিডিও, এসপি অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ করবে বিজেপির কিষান মোর্চা।” পদ্মশিবিরের অভিযোগ, রাজ্য়ে কৃষকদের অবস্থা শোচনীয়।
ন্যূনতম সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারছে না তারা। এমনকী, প্রতিবাদ করতে গেলে পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে বলেও দাবি তাদের। রাজ্য সরকারের এই ভূমিকার বিরুদ্ধেই আন্দোলনে নামছে বিজেপি।