শনিবার উড়িষ্যার কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়ি এবং মদ কারখানার এক শীর্ষ কর্তা বান্টি সাহুর বাড়িতে আয়কর হানায় এখনও পর্যন্ত উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৩০০ কোটি বলে জানা গিয়েছে। এটিকে আয়কর অভিযানে ভারতের সবচেয়ে বড় নগদ উদ্ধারের ঘটনা বলে মনে করা হচ্ছে।
আয়কর সূত্রে খবর, আরও বেশ কিছু জায়গায় নগদ লোকানো রয়েছে। জানা গিয়েছে, কংগ্রেস সাংসদের বাড়ি থেকে তিন ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছে। অন্যদিকে মদ কারখানার অন্যতম মালিকের বান্টি সাহুর বাড়ি থেকে ১৯ ব্যাগ নগদ টাকা উদ্ধার হয়েছে।
টাকা গোনার মেশিন ব্যবহার করছেন ব্যাঙ্ক কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত, বান্টির বাড়ি থেকে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ২০ কোটি টাকা। উভয়ের বাড়িতে বিভিন্ন আসবাবের ভিতরে লোকানো ছিল নগদ এবং গয়না।
এদিন উড়িষ্যার বোলাঙ্গির জেলার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তরের ১০০ জন আধিকারিক।এই ঘটনায় কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে কংগ্রেসকে বিঁধেছেন।