Friday, March 1, 2024
Homeবিনোদনপ্রয়াত বর্ষীয়ান কৌতুক অভিনেতা জুনিয়র মেহমুদ

প্রয়াত বর্ষীয়ান কৌতুক অভিনেতা জুনিয়র মেহমুদ

প্রয়াত হলেন বর্ষীয়ান কৌতুক অভিনেতা জুনিয়র মেহমুদ।ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।কিছু দিন আগে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

প্রয়াত বর্ষীয়ান কৌতুক অভিনেতা জুনিয়র মেহমুদ

চলচ্চিত্র জগতে জুনিয়র মেহমুদ নামে পরিচিত হলেও তাঁর আসল নাম নঈম সৈয়দ। কাটি পতঙ্গ, মেরা নাম জোকার, পরওয়ারিশ, এবং দো অর দো পাঁচ-এর মতো বহু সফল ছবিতে তিনি অভিনয় করেছেন।পাঁচ দশকের অভিনয় জীবনে ২৫০টিরও বেশি ছবিতে কাজ করেছিলেন নঈম।

প্রয়াত বর্ষীয়ান কৌতুক অভিনেতা জুনিয়র মেহমুদ

তাঁর চলাফেরা, কথাবার্তায় বলিউডের বিখ্যাত কৌতুক অভিনেতা মেহমুদের সঙ্গে হুবহু মিল ছিল। মেহমুদই, জুনিয়র মেহমুদ নাম দিয়েছিলেন নঈমকে। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি মারাঠি ছবি পরিচালনা করেছিলেন নঈম।

প্রয়াত বর্ষীয়ান কৌতুক অভিনেতা জুনিয়র মেহমুদ

কৌতুক অভিনেতা হিসাবে দেশের পাশাপাশি বিদেশের মাটিতে বহু অনুষ্ঠানও করতেন। প্রয়াত অভনেতার বাড়িতে দেন হাজির হয়েছিলেন বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা।

Most Popular

error: Content is protected !!