স্টাফ রিপোর্টার : ১০০ দিনের কাজ ও আবাস যোজনার ‘গরমিল’ খুঁজতে বাংলায় ফের এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। যদিও এই কেন্দ্রীয় দলের পরিদর্শনকে আমল দিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওঁরা পকেটমার। মানুষের পকেট কাটে। ওরা যা ইচ্ছে করুক।
এর আগে ১০৭টি দল এসেছে। আরও দল আসুক। এরা বিজেপিকে রাজনৈতিক অক্সিজেন জোগাতে আসে। আমরা লড়ব।” পাশাপাশি তিন রাজ্যের ভোটের ফল নিয়ে মমতা বলেন, ‘‘ভোট ভাগাভাগির কারণে ওখানে বিজেপি জিতে গিয়েছে। ওটা বিজেপির জয় নয়। একত্রিত থাকলে বিজেপিকে হারানো সম্ভব।
বাংলা চায় বিজেপির পরাজয়। বাংলা চেয়ারের জন্য নয়, মানুষকে বাঁচানোর জন্য লড়াই করবে। আবার খেলা হবে। বিজেপিকে হটাও, বিভেদ দূর করো।’’ সেই সঙ্গে সংখ্যালঘুদের মধ্যে যাতে কেউ বিভাজন না করতে পারে, সে ব্যাপারে সতর্ক করেছেন মমতা। তৃণমূল নেত্রী মমতা বলেন, ‘‘ধর্মস্থানকে আমরা সম্মান করি।
কিন্তু কেউ কেউ ধর্মস্থানের নাম করে ভুল বোঝাচ্ছে।’’ মমতা বার্তা দেন, সংখ্যালঘুদের ঐক্যবদ্ধ থাকার। এ-ও বুঝিয়ে দেন, না হলে বিজেপি লাভবান হবে।এছাড়াও ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বৈঠক সম্পর্কে আমাকে আগে জানানো হয়নি। পরশুদিন রাহুল গান্ধী আমায় ফোন করে বৈঠকের কথা বলেছে।
আমি তাঁকে জানাই কেউ আমাকে জানায়নি। আমার পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচি ছিল। মুখ্যমন্ত্রীরা কোনও কোনও সময় ব্যস্ত থাকেন, যদি তাঁরা সাত থেকে দশদিন আগে কর্মসূচি সম্পর্কে জানতে না পারেন তাহলে সমস্যা হয়। আগে থেকে না জানালে হয় না। তবে আমরা মিটিং করব। তারিখ ঠিক হলে করব। খুব শীঘ্রই ইন্ডিয়া জোটের বৈঠক হবে।’