বিশ্ব সমাচার, বারুইপুর: বহু দিন ধরেই পুকুর বোজানো খবর আসছিল রাজপুর সোনারপুর পুরসভা এলাকা থেকে। এবার এল বারুইপুর থেকে। বারুইপুরের মদারাট পঞ্চায়েত এলাকায় প্রকাশ্যে দিবালোকে চলছে পুকুর ভরাট। রীতিমতো ট্রলারে করে মাটি, সাদা বালি এনে ফেলা হচ্ছে পুকুরে।
ঘটনাটি ঘটেছে বারুইপুর ব্লকের মদারাট পঞ্চায়েতের কর্মকার পাড়ায়। এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত বিষয়টি জেনেও নীরব। এদিকে, এই ভরাটের খবর জানেন না বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান রক্ষিত নস্কর। তাঁর বক্তব্য, এমন খবর আমার জানা নেই।
যদি এমন কিছু হয়, খোঁজ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।কর্মকার পাড়ায় গিয়ে দেখা গেল, সকাল থেকেই চলছে ভরাটের কাজ। দুপুর পর্যন্ত চলে কাজ। মাটি ও সাদা বালি ফেলে পুকুর প্রায় পুরো ভরাটই হয়ে গিয়েছে। কিছু বাকি আছে। এই কাজের সঙ্গে যুক্ত এক শ্রমিক বললেন, ছ’ কাঠারও বেশি জায়গায় এই ডোবা।
আমরা ৫০০ টাকা রোজে কাজ করছি। ক্যানিং ও উত্তরভাগ থেকে মাটি ও সাদা বালি আনা হচ্ছে। একটি বড় প্রজেক্ট হবে বলে আমরা জেনেছি। মদারাটের বটতলার এক ইমারতি ব্যবসায়ী আমাদের দিয়ে এই কাজ করাচ্ছেন।
এলাকার বাসিন্দারা এই ভরাটের ঘটনায় ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, পঞ্চায়েতের এক অংশের মদতে এই কাজ হচ্ছে। অবিলম্বে পুলিশ প্রশাসনের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত।