শস্যভর্তি বস্তার স্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হল ৭ শ্রমিকের। সোমবার রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে, কর্নাটকের বিজয়পুরের একটি ভুট্টা প্যাকেট করার বেসরকারি গুদামে। আহত শ্রমিকদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।শস্যভর্তি বস্তার স্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হল ৭ শ্রমিকের।
সোমবার রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে, কর্নাটকের বিজয়পুরের একটি ভুট্টা প্যাকেট করার বেসরকারি গুদামে। আহত শ্রমিকদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার রাতে ঘটনার সময় সেখানে প্রায় ৫০ জন শ্রমিক কাজ করছিলেন। তখনই ১১ জন শ্রমিক শস্যভর্তি বস্তার স্তূপের নিচে চাপা পড়েন।
তাদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়। কোনও মতে ৪ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়। চকিৎসার জন্য তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গিয়েছে, মৃত ৭ জন শ্রমিকই বিহারের বাসিন্দা।দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মত্যু হয় শ্রমিকদের। সংস্থা রাজগুরু ইন্ডাস্ট্রি এবং মালিকের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করেছে পুলিশ।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও স্পষ্ট কীভাবে দুর্ঘটনা ঘটল। সংস্থার তরফে মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ এবং আহতদের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।