Friday, December 8, 2023
Homeরাজ্যসৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা মমতার

সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা মমতার

স্টাফ রিপোর্টার: সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী মঞ্চেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে সম্প্রতি মমতা জানিয়েছিলেন, নানা ব্যবস্তার জন্য শাহরুখ বাংলায় বিশেষ সময় দিতে পারছেন না।।

সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা মমতার

এ বার নিয়োগ করলেন সৌরভকে। তবে শাহরুখকে সরিয়ে সৌরভকে নিয়োগ করলেন কি না সে ব্যাপারে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানা যায়নি। মমতাও এ দিন শাহরুখ প্রসঙ্গ উত্থাপন করেননি। এর আগে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে রাজ্যের পর্যটন অ্যাম্বাসাডর ঘোষণা করেছিলেন মমতা।

সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা মমতার

তবে মঙ্গলবার মমতা যা বলেন তাতে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবেই তিনি প্রাক্তন ভারত অধিনায়ককে বাছেন।মমতার সঙ্গে সৌরভের সম্পর্ক বরাবরই ভাল। নানা রাজনৈতিক জল্পনা তৈরি হলেও মুখ্যমন্ত্রী ও মহারাজের মধ্যে কখনও দূরত্ব তৈরি হতে দেখা যায়নি। গত সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রীর স্পেন সফরের সময়ে মাদ্রিদ গিয়েছিলেন সৌরভও।

সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা মমতার

পাশাপাশি সৌরভ বিদেশের মাটিতে দাঁড়িয়েই ঘোষণা করেছিলেন, মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ে তুলতে বিনিয়োগ করবেন তিনি। মঙ্গলবার বাণিজ্য সম্মেলনে উপস্থিত হয়ে সৌরভ স্পেনের ঘোষণা নিয়ে অবশ্য নতুন করে কিছু বলেননি। তবে নিজের বক্তৃতায় মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন।

সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা মমতার

সৌরভ বলেন, ‘‘আমায় টেলিভিশনে দেখলেই উনি এসএমএস করেন। আমি এসএমএস করলে এক মিনিটে জবাব দেন। এ রকম খুব কম হয় যে দিদি এসএমএসের জবাব দিতে দেরি করেন।’’রাজ্যের শিল্প নিয়ে সৌরভ এও বলেন, ‘‘রাজ্যে সত্যিই বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে। আপনারা আসুন।’’

সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা মমতার

সৌরভের বক্তৃতার পরে মমতা তাঁর বক্তব্য রাখেন। রাজ্যের যাবতীয় শিল্প সম্ভাবনা জানানোর পরে বলেন, ‘‘আমি এখন একটা ঘোষণা করতে চাই।’’ সৌরভের নাম ব্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে ঘোষণা করতে করতেই ডেকে নেন দাদাকে। সঙ্গে বলেন, ‘‘আমি না শুনতে চাই না।

সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা মমতার

সব কিছুকে পজিটিভ দৃষ্টিভঙ্গী থেকে দেখতে হবে।’’ সৌরভ কাছে আসতেই মমতা তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন।সৌরভও হাসিমুখে এগিয়ে গিয়ে মমতার হাত থেকে সেই প্রস্তাবপত্র গ্রহণ করেন।

Most Popular