Friday, December 8, 2023
Homeদেশসুড়ঙ্গে আটক শ্রমিকদের প্রথম ছবি প্রকাশ্যে, সকলেই সুস্থ বলে দাবি ধামির

সুড়ঙ্গে আটক শ্রমিকদের প্রথম ছবি প্রকাশ্যে, সকলেই সুস্থ বলে দাবি ধামির

অবশেষে প্রকাশ্যে এল উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের ছবি ও ভিডিয়ো। সুড়ঙ্গে আটকে পড়ার ১০ দিনের মাথায় অর্থাৎ মঙ্গলবার সকালেই প্রথম আটক শ্রমিকদের ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, সুড়ঙ্গের ভিতর হাত নাড়ছেন শ্রমিকেরা। একে-অপরের সঙ্গে কথা বলছেন। প্রত্যেকের মাথায় রয়েছে হলুদ রঙের হেলমেট।

সুড়ঙ্গে আটক শ্রমিকদের প্রথম ছবি প্রকাশ্যে, সকলেই সুস্থ বলে দাবি ধামির

যা দেখে আপাতভাবে মনে হচ্ছে, শ্রমিকেরা আপাতত সুস্থই আছেন।সোমবার রাতেই ৬ ইঞ্চি ডায়ামিটারের একটি পাইপ সুড়ঙ্গের ভিতর ঢোকানো হয়। তারপর রাতেই ওই পাইপের মধ্য দিয়ে বোতলে গরম খিচুড়ি ভরে শ্রমিকদের পাঠানো হয়। সেটির মাধ্যমেই খাবার, ওয়াকিটকি, ফোন চার্জারের সঙ্গে পাঠানো হয়েছে একটি ক্যামেরা।

সুড়ঙ্গে আটক শ্রমিকদের প্রথম ছবি প্রকাশ্যে, সকলেই সুস্থ বলে দাবি ধামির

যা অনেকটাই স্বস্তিদায়ক। শ্রমিকদের নিরাপদে উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এবং শ্রমিকরা সুরক্ষিত রয়েছে বলে জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সুড়ঙ্গে আটক শ্রমিকদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বলে টুইট করে ধামি লেখেন, “উত্তরকাশীর নির্মীয়মাণ সিলকিয়ারা সুড়ঙ্গের ভিতর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজ চলছে,

সুড়ঙ্গে আটক শ্রমিকদের প্রথম ছবি প্রকাশ্যে, সকলেই সুস্থ বলে দাবি ধামির

ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ৬ ইঞ্চি ডায়ামিটারের পাইপলাইন সুড়ঙ্গের ভিতরে পাঠানো হয়েছে। এখন তার মধ্য দিয়ে খাবার, ওষুধ ও অন্যান্য সামগ্রী সহজেই কর্মীদের কাছে পাঠানো যাবে।” কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও

সুড়ঙ্গে আটক শ্রমিকদের প্রথম ছবি প্রকাশ্যে, সকলেই সুস্থ বলে দাবি ধামির

রাজ্য প্রশাসনের উদ্ধারকারী দল অক্লান্তভাবে এই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সকল শ্রমিকদের নিরাপদে উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছি।”

Most Popular