Wednesday, December 6, 2023
Homeদেশবাইজুসকে ৯ হাজার কোটি টাকা জরিমানা করল ইডি

বাইজুসকে ৯ হাজার কোটি টাকা জরিমানা করল ইডি

বিদেশি তহবিল আইন লঙ্ঘন করার অভিযোগে বাইজুসকে ৯ হাজার কোটি টাকা জরিমানা করল ইডি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে তেমনটাই জানানো হয়েছে।ইডি সূত্রের দাবি, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ২৮ হাজার কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ পেয়েছিল ওই সংস্থা।

বাইজুসকে ৯ হাজার কোটি টাকা জরিমানা করল ইডি

পাশাপাশি ওই একই সময়কালের মধ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নামে প্রায় ৯ হাজার ৭৫৪ কোটি টাকাও পাঠিয়েছে। বিজ্ঞাপন ও প্রচার বাবদ ৯৪৪ কোটি টাকাও জমা করেছিল। এর মধ্যে বিদেশে পাঠানো অর্থও রয়েছে। বাইজুস অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

বাইজুসকে ৯ হাজার কোটি টাকা জরিমানা করল ইডি

তাদের তরফে এক্স হ্যান্ডলে দাবি করা হয়েছে, ‘বাইজুস দ্ব্যর্থহীনভাবে মিডিয়া রিপোর্টগুলিকে অস্বীকার করছে, যেখানে বাইজুসকে তহবিল আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করার কথা বলা হয়েছে। কর্তৃপক্ষের কাছ থেকে এমন কোনও যোগাযোগ পায়নি সংস্থা।’

Most Popular