Wednesday, December 6, 2023
Homeদেশ'দল জিতে যেত, এক 'অপয়া'র জন্য ভারত বিশ্বকাপ জেতেনি', নাম না করে...

‘দল জিতে যেত, এক ‘অপয়া’র জন্য ভারত বিশ্বকাপ জেতেনি’, নাম না করে মোদিকে কটাক্ষ রাহুলের

রোহিত, বিরাটরা ভালভাবেই বিশ্বকাপ জিততে পারতেন। কিন্তু এক “অপয়া”র কারণে তা হাতছাড়া হল। রাজস্থানে ভোটের প্রচারে জনসমক্ষে এমনটাই দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।মঙ্গলবার রাজস্থানের জালোরে ভোটের প্রচারে গিয়ে রাহুল বলেন,

'দল জিতে যেত, এক 'অপয়া'র জন্য ভারত বিশ্বকাপ জেতেনি', নাম না করে মোদিকে কটাক্ষ রাহুলের

“আমাদের দল ভালভাবে বিশ্বকাপ জিতে যেত, কিন্তু এক ‘অপয়া’ হারিয়ে দিল!” মঞ্চে কারও নাম উল্লেখ করেননি কংগ্রেস নেতা। তবে অনেকেরই ধারণা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই “অপয়া” বলে কটাক্ষ করেছেন রাহুল।

'দল জিতে যেত, এক 'অপয়া'র জন্য ভারত বিশ্বকাপ জেতেনি', নাম না করে মোদিকে কটাক্ষ রাহুলের

বিশ্বকাপের প্রসঙ্গ ছাড়াও ওবিসিদের নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও সরব হন তিনি। রাহুলের কথায়, সংখ্যায় ওবিসিরা বেশি হলেও, তাদের অগ্রগতির জন্য কেন্দ্রের সরকার কিছুই করে না।

Most Popular