Wednesday, December 6, 2023
Homeরাজ্যজেলে অসুস্থ জ্যোতিপ্রিয়, ভর্তি এসএসকেএমে

জেলে অসুস্থ জ্যোতিপ্রিয়, ভর্তি এসএসকেএমে

স্টাফ রিপোর্টার: অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে আনা হল রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। রেশন দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলে ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি। মঙ্গলবার বিকেলে জেলে থেকে তাঁকে আনা হয় এসএসকেএম হাসপাতালে।

জেলে অসুস্থ জ্যোতিপ্রিয়, ভর্তি এসএসকেএমে

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয়। প্রথমে তাঁকে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করেন। এর পর তাঁকে এসএসকেএম হাসপাতালে এনে কার্ডিয়োলজি এমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চলছে পরীক্ষা-নিরীক্ষা।

Most Popular