এক দেশ-এক ভোটের কথা ফের একবার শোনা গেল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের গলায়। তিনি বলেন, এক দেশ-এক ভোট দেশের স্বার্থে, কোনও দলের নয়। যে অর্থ দেশে ভোটের কাজে খরচ করা হয় তা যদি দেশের উন্নতিতে ব্যবহার করা হয় তবে অনেক ভালো হবে। প্রতিটি রাজনৈতিক দলকে এগিয়ে এসে এই বিষয়ে সহমত পোষণ করার কথা বলেন তিনি।
কোনও দলের হয়ে নয়, দেশের হয়েই এই কাজ করতে হবে। বহু কমিটির সঙ্গে এবিষয়ে কথা বলা হয়েছে। সেখানে পার্লামেন্টারি কমিটি থেকে শুরু করে নীতি আয়োগ, ভারতের নির্বাচন কমিশন সবই ছিল। সকলেই এর পক্ষে কথা বলেছেন।তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করেছে। এই কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন রামনাথ কোবিন্দ।
তিনি চেষ্টা করছেন কিভাবে সকলের সঙ্গে তাল রেখে তারা এই ঐতিহ্যকে শুরু করতে পারেন। দেশের প্রায় সব রাজনৈতিক দলের কাছ থেকে তাদের মতামত জানতে চাওয়া হয়েছে। তারও সহমত পোষণ করেছেন। এবার এই উদ্যোগকে দেশের জন্য দ্রুত চালু করা হবে।