Wednesday, December 6, 2023
Homeজেলারাজ্যে ক্ষেতে পড়ে পাকা ধান, চাষিরা মোটা টাকার লোভে পাড়ি দিচ্ছেন ভিন...

রাজ্যে ক্ষেতে পড়ে পাকা ধান, চাষিরা মোটা টাকার লোভে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে

বান্টি মুখার্জি, ক্যানিং: গ্রামের ধানক্ষেত পড়ে রয়েছে পাকা ধান। কিন্তু সেই ধান কাটবে কে? উঠেছে সেই প্রশ্ন। কারণ বাংলার অনেক চাষির এখন পাড়ি দিয়েছে অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ুতে। আর তাই গ্রামের মাঠে পড়ে রয়েছে পাকা ধান।
দক্ষিণ ২৪ পরগনার বিশেষ করে সুন্দরবন এলাকার বাসন্তী, ক্যানিং, জীবনতলা,

রাজ্যে ক্ষেতে পড়ে পাকা ধান, চাষিরা মোটা টাকার লোভে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে

গোসাবা, নামখানা, পাথরপ্রতিমা, কুলতলি ও জয়নগর সহ বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ প্রতি বছর কাজের জন্য চলে যান গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ব্যাঙ্গালুরু, কেরল সহ বিভিন্ন জায়গাতে। কিন্তু অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে বাংলার চাষিদের কদর অত্যধিক বেশি। আর তাই গ্রামে পড়ে না থেকে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে।

রাজ্যে ক্ষেতে পড়ে পাকা ধান, চাষিরা মোটা টাকার লোভে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে

মূলত ধান চাষের জন্যই এখন তাঁরা রওনা দিচ্ছেন অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ুতে। প্রতিদিন লোকাল ট্রেনে করে লোকজন চলেছেন শিয়ালদহ, হাওড়া কিংবা সাঁতরাগাছি স্টেশন থেকে দূরপাল্লার ট্রেন ধরার উদ্দেশ্যে। তারপর সেখান থেকে সোজা ভিন রাজ্যে। এলাকায় ধানের জমিতে পাকা ধান পড়ে থাকতে কেন তাঁরা ভিন রাজ্যে যাচ্ছেন?

রাজ্যে ক্ষেতে পড়ে পাকা ধান, চাষিরা মোটা টাকার লোভে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে

গোসাবার কামাক্ষ্যাপুরের ষাটোর্ধ্ব মহিলা চাষি কানন বালা মুন্ডা বলেন, ওখানে দেড় মাস কাজ করলে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকা বাড়িতে আনা যাবে। কিন্তু এলাকায় দেড় মাস কাজ করলে ৮ থেকে ৯ হাজার টাকার বেশি ঘরে পাওয়া সম্ভব নয়। অন্যদিকে, ওখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা জমির মালিকরাই করে দেন।

রাজ্যে ক্ষেতে পড়ে পাকা ধান, চাষিরা মোটা টাকার লোভে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে

এখানে বাড়ির খেয়ে সব কাজ করতে হবে। তারপর এখানে ঠিকমতো কাজ নেই।সংসার চালাব কীভাবে? এখানে আয় থাকলে কেউ বৃদ্ধা বয়সে ভিন রাজ্যে কাজ করতে যায়?’ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা প্রসঙ্গে কতটা আতঙ্কিত? কাননদেবী বলেন, আমরা আদিবাসী। সরকারি কোনও সুযোগ-সুবিধা পাই না। পেটের জ্বালায় ভিন রাজ্যে পাড়ি দিতে হয়। ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হলে কী করব?

রাজ্যে ক্ষেতে পড়ে পাকা ধান, চাষিরা মোটা টাকার লোভে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে

শুধু পুরুষরা নয়, চাষের কাজের জন্য অসংখ্য মহিলাও পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। পুরুষদের সঙ্গে তাঁরাও যাবেন মাঠে কাজ করতে। প্রায় ৩০-৩৫ জনের দলে ভাগ হয়ে সকলেই পৌঁছচ্ছেন ভিন রাজ্যের বিভিন্ন এলাকাতে। বাড়ি থেকে বেরোনোর আগেই তাঁদের সঙ্গে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরলের বিভিন্ন মালিকদের কথা হয়ে যায়।

রাজ্যে ক্ষেতে পড়ে পাকা ধান, চাষিরা মোটা টাকার লোভে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে

কতটা জমিতে তাঁদের কাজ করতে হবে আর তার জন্য কতদিন সময় লাগবে, সব কথা ঠিকঠাক হলে তবেই তাঁরা বাড়ি থেকে রওনা দেন কাজের উদ্দেশ্যে। একবার মালিকের কাছে কাজ পাকা হলে সেখানেই প্রতিবছর নির্দিষ্ট সময়ে পৌঁছে যান এইসব চাষিরা।এ বিষয়ে ভিন রাজ্যের চাষের কাজে যাওয়া এক চাষি সন্ন্যাসী সর্দার বলেন, ১৯৯৩ সালে মাধ্যমিক পাশ করেছি।

রাজ্যে ক্ষেতে পড়ে পাকা ধান, চাষিরা মোটা টাকার লোভে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে

আমরা আদিবাসী। কোনও চাকরি কিংবা সরকারি সুযোগ-সুবিধা পাইনি। পেটের জ্বালায় দিনমজুরের কাজ করতে হয়। গ্রামে কোনও কাজ নেই। সংসার কীভাবে চালাবে? তাই জীবনের ঝুঁকি থাকলেও ভিনরাজ্যে যেতে হয়। সরকার আমাদের সুযোগ সুবিধা দিলে ভিন রাজ্যে যেতে হবে না। কিন্তু কোথায় সেই সুযোগ? ফলে পেটের তাগিদে ভিন রাজ্যে যেতেই হবে।

Most Popular