Friday, December 8, 2023
Homeরাজ্যপ্রশ্ন ফাঁস রুখতে চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা

প্রশ্ন ফাঁস রুখতে চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা

স্টাফ রিপোর্টার: স্টেট এলিজিবিলিটি টেস্টের (সেট) প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখতে এ বছর নতুন ব্যবস্থা চালু করছে কলেজ সার্ভিস কমিশন।আগামী ১৭ ডিসেম্বর, রবিবার হতে চলেছে রাজ্যের জেনারেল ডিগ্রি কলেজগুলিতে সহকারী অধ্যাপক নিয়োগের যোগ্যতামান নির্ণায়ক এই পরীক্ষাটি। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে পরীক্ষা।

প্রশ্ন ফাঁস রুখতে চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা

প্রথমপত্রের পরীক্ষা সাড়ে ১১টা পর্যন্ত ও বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে। রাজ্যজুড়ে প্রায় ১১০টি পরীক্ষাকেন্দ্রে সেট-এ অংশগ্রহণ করবেন প্রায় ৮০ হাজার প্রার্থী। প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখা এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। সে কথা মাথায় রেখেই প্রযুক্তিভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে কলেজ সার্ভিস কমিশন।

প্রশ্ন ফাঁস রুখতে চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা

যে ব্যবস্থায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে প্রশ্নপত্রের গতিবিধির উপর নজরদারি করা হবে।এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান দীপক কর বলেন, “পরীক্ষা সংক্রান্ত সামগ্রীর গতিবিধি আমরা মোবাইল অ্যাপভিত্তিক জিপিএস প্রযুক্তি ব্যবহার করে ট্র্যাকিং করব। এই সামগ্রীগুলি প্রথম বিতরণকেন্দ্র থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রগুলির কাস্টোডিয়ানের কাছে পৌঁছনো, সেখান থেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো-সমগ্র গতিবিধির উপর নজরদারি করা হবে।

প্রশ্ন ফাঁস রুখতে চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা

পরীক্ষা সংক্রান্ত গোপনীয়তা বজায় রাখতে এবং কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য প্রস্তুত থাকতেই এই ব্যবস্থাটি চালু করা হচ্ছে।” এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নেপথ্য কারণ নিয়ে কমিশনের চেয়ারম্যানের বক্তব্য, “সময়ের সঙ্গে আমাদের কাছে যে নতুন প্রযুক্তি উঠে আসে,

প্রশ্ন ফাঁস রুখতে চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা

পরীক্ষা পরিচালনার কাছে সেই প্রযুক্তি ব্যবহার করাই হল আধুনিকতম পন্থা। কোনও অপ্রীতিকর ঘটনা হয়নি বলে যে ভবিষ্যতে হবে না, তা নিশ্চিত করে বলা যায় না। তাই আমরা সহজলভ্য প্রযুক্তির ব্যবহার করে পরীক্ষা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে আগ্রহী।”

Most Popular