রফিকুল ঢালি, জয়নগর: অবশেষে দলুয়াখাকিতে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। গত সোমবার বামনগাছি পঞ্চায়েতের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুনের পর দলুয়াখাকিতে বহু বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
খুনের মামলার পাশপাশি ভাঙচুরের ঘটনায় আলাদা মামলা রুজু করে পুলিশ। সেই মামলাতেই রবিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নজরুল মণ্ডল, আকবর ঢালি, আমানুল্লাহ জমাদার। এদের প্রত্যেকের বাড়িই দলুয়াখাকিতে। এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত তারা।