স্টাফ রিপোর্টার: জয়নগরে ত্রাণ নিয়ে ঢুকতে পারবে সিপিএম। অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। দলুইখাকি গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য সিপিএম-এর পক্ষ থেকে সোমবার মামলা দায়ের করেন বাম নেতা তথা আইনজীবী সায়ন চক্রবর্তী। পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ করে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে দ্বারস্থ হন।
সেই মামলাতেই এবার হাইকোর্ট অনুমতি দিল।আদালত জানিয়েছে, দলের মোট চারজন যেতে পারবেন ত্রাণ নিয়ে। তাঁদের সঙ্গে থাকবেন চার পুলিশ আধিকারিক।উল্লেখ্য, জয়নগরে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের মৃত্যুর পর সিপিএম-কে কাঠগড়ায় তুলে গোটা গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।
এরপর সেখানে সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্য়ায়, সায়ন বন্দ্যোপাধ্যায়রা ত্রাণ নিয়ে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়তে হয় তাঁদের।পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ করে সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে দ্বারস্থ হন। সেই মামলাতেই এবার হাইকোর্ট অনুমতি দিল।