এক যুগ পর বিশ্বকাপের হাতছানি এসেছিল ভারতের সামনে। ঘরের মাঠে বিশ্বকাপ জেতার সুযোগ ছিল। প্রায় গোটা টুর্নামেন্টে একশোয় একশো পেলেও, ফাইনাল পরীক্ষায় বাজিমাত করা হল না ভারতের। হাতছাড়া হল বিশ্বকাপ। এই ক্ষত এত সহজে মেটার নয়। ভারত জয়ী না হলেও, গৌতম গম্ভীরের কাছে তাঁর দলই চ্যাম্পিয়ন।
দলের অসময়ে সিনিয়রদের যেভাবে পাশে থাকা উচিত তাই করলেন গম্ভীর। তবে সিনিয়রের মতো নয়, বড় দাদার মতো জানালেন ফলাফল যাই হোক, বিরাট-রোহিতরাই সেরা। ফাইনালের পর তিনি বলেন, “চ্যাম্পিয়ন হতে গেলে যে সবসময় জিততেই হবে এমনটা নয়। গোটা টুর্নামেন্টে দল যেভাবে পারফর্ম করেছে তাতে বলতে দ্বিধা নেই যে ওরাই চ্যাম্পিয়ন।”
এখানেই থামেননি তিনি। শেষে দেশবাসীর উদ্দেশে গম্ভীরের বার্তা, “এই চ্যাম্পিয়ন দলের ১০ ম্যাচের সুন্দর সফরটা উপভোগ করুন।” বড় দাদার মতো রোহিকদের সান্ত্বনা দিয়ে আরও বলেন , “মাথা তোলো। আমরা চ্যাম্পিয়ন দল।”