সংবাদ সংস্থা: চলতি বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল, এবার দুরন্ত ফর্মে রয়েছে। বিশেষ করে মহম্মদ শামির পারফরম্যান্স দেখার মতো। তাঁর আগুনে পেসের দাপটে বিপক্ষের ব্যাটাররা কাঁপছে। সেটা মেগা ফাইনালের আগে স্বীকার করে নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
ফাইনালের বল মাঠে পড়ার আগে শনিবার সাংবাদিক বৈঠকে এসেছিলেন প্যাট কামিন্স। তাঁকে শামির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে কামিন্স বলেন, “ভারতের সব ক্রিকেটাররা প্রতি বিভাগেই দুরন্ত পারফর্ম করছে। কিন্তু একজনের নাম বিশেষ করে বলতেই হয়। মহম্মদ শামি। টুর্নামেন্টের প্রথম থেকে ও খেলেনি। কিন্তু দারুণ পারফর্ম করছে।
মহম্মদ শামি বিশ্বমানের বোলার। তাই ও অজি টিমের কাছে বড় চ্যালেঞ্জ। ফর্মে থাকা শামিকেই আমরা ভয় পাচ্ছি। সেটা মেনে নিতে কোনও অসুবিধা নেই।” শামিই অস্ট্রেলিয়ার বড় চ্যালেঞ্জ বলার পাশাপাশি কামিন্স অবশ্য বলেছেন, “অজি টিমের ব্যাটাররা শামির বিরুদ্ধেও অনেক ম্যাচ খেলেছে। ফলে ওরা কিন্তু এই বোলারদের উপর চাপ তৈরি করতেই পারে।”
কামিন্সের কথায়, “পুরো টিমটাই অসাধারণ। ওরা ৫ বোলারকে প্রতি ম্যাচেই ১০ ওভার বল করাচ্ছে। ওদের স্পিনাররা মাঝের ওভারগুলোয় ভালো পারফর্ম করছে। কুলদীপ ও জাদেজা অসাধারণ জায়গায় দলকে পৌঁছে দিচ্ছে। ভারতের প্রতি ম্যাচেই বোলারদের দাপট দেখা গিয়েছে।”
পাশাপাশি পিচ নিয়ে অসি অধিনায়ক বললেন,“কোনও সন্দেহ নেই যে নিজের দেশের পিচে খেলার কিছু সুবিধা রয়েছে। কিন্তু আমরাও এখানে কম ক্রিকেট খেলিনি। এই পিচে খেলতে গেলে সাহসী হতে হবে। মন্থর বল, বাউন্সার, এগুলোর মধ্যে একটা ভারসাম্য রাখতে হবে। বলের পিছনে সব সময় তাড়া করলে হবে না।
সেটা এখনও পর্যন্ত ভাল ভাবেই করতে পেরেছি। বিশেষত ইনিংসের শেষের দিকে বুদ্ধি খাটিয়েছি আমরা।”টস নিয়ে কামিন্সের মন্তব্য, “মনে হয় না ওয়াংখেড়ে বা ভারতের অন্য মাঠের চেয়ে এখানে টস বেশি গুরুত্বপূর্ণ। যে চ্যালেঞ্জই আসুক, সেটা সামলাতে আমরা তৈরি। নিজেদের মতো পরিকল্পনা করেই নামব।”