Thursday, December 7, 2023
Homeদেশ‘রোহিতই নন, আর একজনও বিশ্বজয়ের ভাষণের প্রস্তুতি নিচ্ছেন’, মোদিকে খোঁচা মহুয়ার!

‘রোহিতই নন, আর একজনও বিশ্বজয়ের ভাষণের প্রস্তুতি নিচ্ছেন’, মোদিকে খোঁচা মহুয়ার!

সংবাদ সংস্থা: রাত পোহালেই বিশ্বকাপ ক্রিকেটের মেগা ফাইনাল। ভারত ও অস্ট্রেলিয়ার সম্মুখ সমর দেখতে মুখিয়ে ক্রিকেট দুনিয়া।এহেন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিলেন মহুয়া মৈত্র।তিনি জানান, ভারতের কোনও এক স্থানে এক ব্যক্তি বিশ্বকাপ জেতার পরের ভাষণ অনুশীলন করছেন।

‘রোহিতই নন, আর একজনও বিশ্বজয়ের ভাষণের প্রস্তুতি নিচ্ছেন’, মোদিকে খোঁচা মহুয়ার!

তাঁর নাম কিন্তু রোহিত শর্মা নয়।মহুয়া অবশ্য এই পোস্ট নিজে লেখেননি। একটি টুইটের স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। চন্দ্রযান থ্রি যখন চাঁদে অবতরণ করেছিল পর্দার অর্ধেক ঝরেছিল চন্দ্রযানের ছবি আর বাকি অর্ধেক জুড়ে ছিল মোদির ছবি। এই ঘটনা ঘিরে সরব হয়েছিলেন বিরোধীরা। সেরকমই বিশ্বকাপ ফাইনাল শুরুর আগেই নাম না করে প্রধানমন্ত্রীকে খোঁচা তৃণমূল সাংসদের।

‘রোহিতই নন, আর একজনও বিশ্বজয়ের ভাষণের প্রস্তুতি নিচ্ছেন’, মোদিকে খোঁচা মহুয়ার!

উল্লেখ্য, টাকা নিয়ে সংসদে প্রশ্ন ইস্যুতে বেকায়দায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পথে সংসদ। তাঁর সাংসদ পদ বাতিলের সুপারিশে সিলমোহর দিয়েছে এথিক্স কমিটি। এহেন পরিস্থিতিতে নাম না করে ফের মোদিকে খোঁচা দিলেন মহুয়া।

Most Popular