সংবাদ সংস্থা: বিশ্বকাপ ফাইনালের আগেই বিরাট ঘোষণা করলেন ব্যবসায়ী পুনীত গুপ্তা।অনলাইন প্লাটফর্ম অ্যাস্ট্রোটকের প্রতিষ্ঠাতা এবং সিইও পুণীত গুপ্তা ঘোষণা করেছেন, রবিবাসরীয় মহারণে ভারত যদি জেতে, তাহলে তিনি ১০০ কোটি টাকা বিলিয়ে দেবেন। অ্যাস্ট্রোটকের সিইও ঘোষণা করেছেন, ভারত বিশ্বকাপ জিতলে তিনি অ্যাস্ট্রোটকের সমস্ত ইউজারের অ্যাকাউন্টে এই ১০০ কোটি টাকা বিলিয়ে দেবেন।
পুনীত গুপ্তা লিংকডিনে একটি আবেগঘন পোস্ট করেছেন। তাতে ২০১১ বিশ্বকাপের নস্ট্যালজিয়া ধরা পড়েছে। লিংকডিন পোস্টে পুনীত বলছেন, “২০১১ বিশ্বকাপে আমি কলেজে পড়তাম। ওই দিনটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনের মধ্যে একটা। ফাইনালের আগের দিন ঠিকমতো ঘুমটাও হয়নি।
সারারাত ধরে ম্যাচের জন্য কৌশল ভাবছিলাম।” পুনীত জানিয়েছেন, সেসময় তাঁর আনন্দ ভাগ করে নেওয়ার মতো বিশেষ কেউ ছিল না। কিন্তু এবার সেই আনন্দ তিনি ভাগ করে নেবেন তাঁর প্ল্যাটফর্মের ইউজারদের মধ্যে।অবশ্য পুনীতের এই ঘোষণার একটা বাণিজ্যিক দিকও আছে।
মালিক ১০০ কোটি দেবেন শুনে রাতারাতি তাঁর সংস্থা অ্যাস্ট্রোটকের ইউজার সংখ্যা অনেকটা বেড়ে যেতে পারে। সম্ভবত সেই অঙ্কটাও মাথায় রয়েছে ভারতীয় ব্যবসায়ীর।