বান্টি মুখার্জি, ক্যানিং: ভোরের আলো ফুটতে না ফুটতে জমিতে দুষ্কৃতীরা ধান কেটে নিয়ে গেল। প্রায় ছয় বিঘা জমির ধান কেটে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত চুনাখালি পঞ্চায়েতের পূর্ব বয়ার সিংয়ের বড়পাড়া এলাকায়। ঘটনার বিষয় ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন জমির মালিক। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা নির্মলচন্দ্র বর পেশায় পার্শ্বশিক্ষক।
তাঁর দখলকৃত এবং রেকর্ড ভুক্ত ছয় বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। সেই জমি এলাকার কয়েকজন দখল করার হুমকি দেয় বলে অভিযোগ। হুমকির মুখে পড়ে প্রশাসনের দ্বারস্থ হন ওই পার্শ্বশিক্ষক। ইতিমধ্যে বিতর্কিত ছয় বিঘা জমিতে শনিবার ভোরে জনাকয়েক দুষ্কৃতী ধান কেটে নিয়ে যায় বলে অভিযোগ।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জমির মালিক নির্মলচন্দ্র বর বলেন, এই ছয় বিঘা জমি দখল করার জন্য গ্রামের কয়েকজন হুমকি দেয়। আমি প্রশাসনের দ্বারস্থ হই। আগামী ২১ তারিখ ক্যানিং এসডিও কোর্টে শুনানির দিন ধার্য রয়েছে। তার আগে ওই সব দুষ্কৃতীরা আমার জমি থেকে ধান কেটে নিয়ে যায়।
বাধা দিতে গেলে মারধর করে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনা প্রসঙ্গে গোবিন্দ রায়, তারক রায়, ভগবান রায়, সন্তোষ সরদার ও চিত্ত সরদারদের নামে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছি অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।