Wednesday, December 6, 2023
Homeজেলাক্রিকেট জ্বরে কাঁপছে ক্যানিং শহর, অর্ডার করা হয়েছে লাড্ডু

ক্রিকেট জ্বরে কাঁপছে ক্যানিং শহর, অর্ডার করা হয়েছে লাড্ডু

বান্টি মুখার্জি, ক্যানিং: দীর্ঘ প্রায় একযুগ পর বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে খেলবে ভারত। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপ ক্রিকেট মঞ্চে ইতিমধ্যে সমস্ত প্রতিপক্ষকে হেলায় হারিয়ে দিয়ে ফাইনাল খেলবে ভারত। একযুগ পর ভারত আবার বিশ্বকাপ জিতবে, আশায় রয়েছে সমস্ত ভারতবাসী।

ক্রিকেট জ্বরে কাঁপছে ক্যানিং শহর, অর্ডার করা হয়েছে লাড্ডু

দেশের হয়ে গলা ফাটাতে ইতিমধ্যে দেশের সমস্ত প্রান্তে সাজো সাজো রব। ক্যানিং শহরও তার ব্যতিক্রম নয়। শহরের বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা, তেরঙা বেলুন, বিরাট কোহলি, মহম্মদ শামী সহ অন্যদের ছবি দিয়ে সাজিয়ে তোলার কাজ চলছে। পাশাপাশি ক্যানিং শহরের বিভিন্ন প্রান্তে বসবে জায়ান্ট স্ক্রিন।

ক্রিকেট জ্বরে কাঁপছে ক্যানিং শহর, অর্ডার করা হয়েছে লাড্ডু

যাতে করে সমস্ত ক্রিকেটপ্রেমী খেলা দেখে উপভোগ করতে পারেন। ইতিমধ্যে সমস্ত ক্যানিং শহর ক্রিকেট জ্বরে আক্রান্ত।
ঘটনা প্রসঙ্গে ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশরাম দাস জানিয়েছেন, ফাইনাল খেলাকে সম্পূর্ণ উপভোগ করতে আমরা তৈরি।ক্যানিংয়ের বিভিন্ন প্রান্তে তেরঙ্গা পতাকায় মুড়ে দেওয়ার কাজ চলছে।

ক্রিকেট জ্বরে কাঁপছে ক্যানিং শহর, অর্ডার করা হয়েছে লাড্ডু

ভারত জিতলে খেলা শেষে সোনালি রাতে ক্যানিংয়ের আকাশ আলোকরশ্মিতে ঝলমলিয়ে উঠবে। অপ্রতিরোধ্য ভারতকে কেউ আটকাতে পারবে না। বিশ্বকাপ ভারতের ঘরেই যাবে।

ক্রিকেট জ্বরে কাঁপছে ক্যানিং শহর, অর্ডার করা হয়েছে লাড্ডু

ফাইনাল প্রসঙ্গে স্থানীয় হকার সিকান্দর সাহানী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিতবে, এতে কোনও সন্দেহ নেই। আর সেই কারণে ইতিমধ্যে ৫০০ পিস লাড্ডু অর্ডার দিয়ে রেখেছি। খেলা শেষে বিতরণ করা হবে।

Most Popular