Wednesday, December 6, 2023
Homeখেলা‘কাপ ঘরে আনো’, বিশ্বজয়ের শুভেচ্ছাবার্তা পাণ্ডিয়ার

‘কাপ ঘরে আনো’, বিশ্বজয়ের শুভেচ্ছাবার্তা পাণ্ডিয়ার

সংবাদ সংস্থা: দলে নেই হার্দিক পাণ্ডিয়া।বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন লিগামেন্টে চোট পান তিনি। সেই চোট আর না সারায় বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হয় পাণ্ডিয়াকে।আজ আহমেদাবাদে মেগা ফাইনাল। গোটা দেশ প্রার্থনায় বসেছে। কী হবে ম্যাচের ফলাফল তা বলবে সময়।

‘কাপ ঘরে আনো’, বিশ্বজয়ের শুভেচ্ছাবার্তা পাণ্ডিয়ার

ইনস্টাগ্রামে হার্দিক পাণ্ডিয়া টিম ইন্ডিয়ার জন্য হৃদয় মুচড়ে দেওয়া বার্তা পাঠিয়েছেন। পাণ্ডিয়া লিখেছেন, ”এই দলটার জন্য আমি দারুণ গর্বিত। আমরা এখনও পর্যন্ত যা করেছি, তা দীর্ঘদিনের কঠিন পরিশ্রমের ফলাফল। বিশ্বজয়ী হওয়ার গরিমা থেকে আমরা আর এক কদম দূরে।

‘কাপ ঘরে আনো’, বিশ্বজয়ের শুভেচ্ছাবার্তা পাণ্ডিয়ার

সেই কোন ছোটবেলা থেকে এমনই এক গৌরবের স্বপ্ন আমরা দেখছি।” পাণ্ডিয়া বলছেন, ”কেবল আমাদের জন্য ট্রফি তুললে হবে না, কোটি কোটি মানুষ আমাদের পিছনে রয়েছেন। দলের সঙ্গে রয়েছে আমার হৃদয় এবং ভালোবাসা। কাপ ঘরে আনো, জয় হিন্দ।”

Most Popular