Friday, December 8, 2023
Homeরাজ্য‘নাককাটা-কানকাটা নয়, বুথে বসুক ভদ্রলোক’, তৃণমূলকে পাঠ অর্জুনের

‘নাককাটা-কানকাটা নয়, বুথে বসুক ভদ্রলোক’, তৃণমূলকে পাঠ অর্জুনের

স্টাফ রিপোর্টার: খাতায়কলমে তিনি বিজেপির সাংসদ। তবে আবার পুরনো দল তৃণমূলে ফিরেছেন বেশ কিছু দিন হল। সামনেই লোকসভা ভোট। তার আগে তৃণমূল নেতা এবং কর্মীদের বিভিন্ন পরামর্শ দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ।এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দলীয় নেতা-কর্মীদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার প্রতি জোর দিলেন।

‘নাককাটা-কানকাটা নয়, বুথে বসুক ভদ্রলোক’, তৃণমূলকে পাঠ অর্জুনের

বলেন, ”কোনও নাককাটা, কানকাটা, গালকাটাদের বুথে বসতে দেওয়া যাবে না। তাদের দেখলে লোকে তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে অন্য কাউকে ভোট দেবেন। সভ্য, ভদ্র মা-দিদিদের এবং স্বচ্ছ ভাবমূর্তির প্রাক্তন পঞ্চায়েত সদস্য কিংবা প্রাক্তন কাউন্সিলরদের বুথে বসাতে হবে।”

‘নাককাটা-কানকাটা নয়, বুথে বসুক ভদ্রলোক’, তৃণমূলকে পাঠ অর্জুনের

এই মুহূর্তে দুর্নীতি-কাঁটায় বিদ্ধ দল। কেন্দ্রীয় তদন্তকারী দলগুলি তৃণমূল নেতা, জনপ্রতিনিধিদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। ধরপাকড়ও চলছে। এসব কাজকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলেই বারবার উল্লেখ করছে শাসকদল। আর সেখানে দাঁড়িয়ে অর্জুন সিংয়ের গলায় অন্য সুর। এবং তিনি ‘পাঠ’ দিলেন নিজের দলের কর্মীদেরই।

‘নাককাটা-কানকাটা নয়, বুথে বসুক ভদ্রলোক’, তৃণমূলকে পাঠ অর্জুনের

বলেন, ”এজেন্সির সঙ্গে লড়তে গেলে নিজেকে ঠিক রাখা উচিত। বাংলায় মমতা বন্দ্য়োপাধ্যায় যা পদক্ষেপ, যা সিদ্ধান্ত নেবেন, সেটাই সকলের মেনে চলা উচিত। কারণ, বাংলার রাজনীতি মমতা বন্দ্য়োপাধ্যায়ের চেয়ে ভালো কেউ বোঝেন না, বোঝেন না, বোঝেন না।”

Most Popular