শ্রীনগরের ডাল লেকে আগুন লেগে পুড়ে ছাই একাধিক হাউসবোট।আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে গিয়েছে কমপক্ষে ৫টি হাউসবোট। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।শনিবার ভোরে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে আগুন লাগে। দ্রুত সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে হাউসবোটগুলোতে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। জানা গিয়েছে, এই ঘটনায় বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে কয়েক কোটি টাকার সম্পত্তি। আগুনের গ্রাসে পুড়ে গিয়েছে কমপক্ষে ৫টি হাউসবোট এবং ৩টি ঘর। ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।