রবীন্দ্রনাথ সামন্ত, সুন্দরবন: রাজ্যের হয়ে জাতীয় স্তরে যোগাসন প্রতিযোগিতায় প্রতিযোগী হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছে সুন্দরবনের রায়দিঘি থানার দিঘিরপাড় করালীরচক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সুপ্রসাদ মিস্ত্রি। গত ৮ নভেম্বর বাঁকুড়া জেলার রবীন্দ্র ভবনে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।
প্রতিযোগীরা ১৪ বছর, ১৭ বছর এবং ১৯ বছর এই তিনটি দলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে সুপ্রসাদ ১৪ বছর বালক দলে অংশগ্রহণ করেছিল এবং প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করে জাতীয় যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে বলে জাধান দিঘিরপাড় করালীরচক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাতকুমার মণ্ডল।
এ বিষয়ে সুপ্রসাদের বাবা রামপ্রসাদ মিস্ত্রি বলেন, আমার ছেলে জাতীয় যোগাসন প্রতিযোগিতায় সুযোগ পাওয়ার জন্য আমার পরিবার ও প্রতিবেশীরা খুবই খুশি হয়েছেন। আগামী দিনে যাতে ও আরো ভালো কিছু করতে পারে, তার জন্য খুবই আশাবাদী। রায়দিঘির দিঘিরপাড় করালীরচক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাতকুমার মণ্ডল জানান,
সুপ্রসাদ যোগাসন প্রতিযোগিতায় জাতীয় স্তরে সুযোগ পাওয়ায় বিদ্যালয় ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা খুবই খুশি। তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি সুপ্রসাদ খেলাধুলায় খুবই মনোযোগী। এব্যাপারে স্কুলের ক্রীড়া শিক্ষকের ভূমিকা অপরিসীম। তবে সুপ্রসাদ মাতঙ্গিনী যোগাসন কেন্দ্রে প্রশিক্ষণ নিয়েছে।
তাই বিদ্যালয়ের হয়ে রাজ্য যোগাসন প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে জাতীয় যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। আগামী দিনে সে জাতীয় যোগাসন প্রতিযোগিতায় ভালো ফল করবে এবং বিদ্যালয় ও রাজ্যের মুখ উজ্জ্বল করবে বলে প্রধান শিক্ষক জানান।সুন্দরবনের একটি প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে ওই ছাত্রটি।
বাবা দিনমজুরি করে সংসার চালান। তার বাবা রামপ্রসাদবাবুর আন্তরিক প্রচেষ্টাও ছিল বলে প্রধান শিক্ষক জানান। এ বিষয়ে মাতঙ্গিনী যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকগণ জানান, সুপ্রসাদ অনুগত ছাত্র। ওর মধ্যে অনেক প্রতিভা রয়েছে। আগামী দিনে জাতীয় যোগাসন প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে রাজ্য এবং দেশের গৌরব অর্জন করতে পারবে।