বান্টি মুখার্জি, ক্যানিং: আগ্নেয়াস্ত্র সহ তিনজন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হল সাকিরুল ইসলাম মোল্লা, হাসানুর মোল্লা, মনোয়ার হোসেন সরদার। ধৃতদের কাছ থেকে একটি বন্দুক ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ক্যানিং থানার আইসি সৌগত ঘোষের নির্দেশে ক্যানিং থানার এসআই রাজু গুপ্তা হাটপুকুরিয়া গ্রামে টহল দিচ্ছিলেন।
সেই সময় একটি ফাঁকা মাঠে এসআই রাজু গুপ্তার নজরে পড়ে, তিনজন সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছে। গাড়ি ঘুরিয়ে তাদের কাছে গেলে একজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও দৌড় লাগায়। তিনজনকে ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে একটি বন্দুক, তিন রাউন্ড কর্তুজ উদ্ধার করে পুলিশ।
বন্দুক নিয়ে কেন জড়ো হয়েছিল ওই দুষ্কৃতীরা, সে বিষয়ে ধৃতদেরকে জিঞ্জাসাবাদ করে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।ঘটনা প্রসঙ্গে ক্যানিংয়ের মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানিয়েছেন, তিন দুষ্কৃতী দুষ্কর্ম করার জন্য একটি মাঠে জড়ো হয়েছিল। খবর পেয়ে পুলিশ তাদের অস্ত্রসহ ধরে ফেলে।