Wednesday, December 6, 2023
Homeদেশঅযোধ্যায় রাজকীয় দীপাবলি পালন করবে যোগী সরকার

অযোধ্যায় রাজকীয় দীপাবলি পালন করবে যোগী সরকার

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আবহে রাজকীয় দীপ উৎসব পালন করবে উত্তপ্রদেশ সরকার। সরযূ নদীর তীরকে ২৪ লক্ষ মাটির প্রদীপ দিয়ে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।গত বছর দীপাবলির আগে ১৬ লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল অযোধ্যায়।

অযোধ্যায় রাজকীয় দীপাবলি পালন করবে যোগী সরকার

তবে উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, চলতি বছরে দীপাবলির জাঁকজমকে অযোধ্যা আগের সব নজিরকে ছাপিয়ে যাবে। রাম মন্দির উদ্বোধন আসন্ন। তাই এই দীপাবলি বিশেষ গুরুত্বপূর্ণ। এর আগে পৃথিবীর আর কোথাও একসঙ্গে এক স্থানে এত প্রদীপ জ্বালানো হয়নি।

অযোধ্যায় রাজকীয় দীপাবলি পালন করবে যোগী সরকার

দীপাবলি উপলক্ষে অযোধ্যা নগরীকে সাজিয়ে তোলা হয়েছে লেজার লাইট থেকে শুরু করে ছোটবড় বিভিন্ন বাল্ব দিযে অযোধ্যার এই আলোকসজ্জা নজর কাড়বে।

Most Popular