Friday, December 8, 2023
Homeরাজ্যসিভিক ভলান্টিয়ারকে মারধর! গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর-সহ ৫

সিভিক ভলান্টিয়ারকে মারধর! গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর-সহ ৫

স্টাফ রিপোর্টার: যান নিয়ন্ত্রণের সময় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর-সহ ৫জন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে কল্যাণী পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মী ওরাওঁ, তৃণমূল কর্মী রঞ্জিৎ দাস এবং আরও তিন জন কৃষ্ণনগরের দিকে যাচ্ছিলেন।

সিভিক ভলান্টিয়ারকে মারধর! গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর-সহ ৫

মিশন গেটের কাছে তাঁদের গাড়ি আসার সময় যানজট ছিল রাস্তায়। দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়াররা তাঁদের গাড়ি দাঁড় করাতেই প্রথমে তৃণমূল কর্মী রঞ্জিৎ গাড়ি থেকে বেরিয়ে গালাগালি শুরু করেন বলে অভিযোগ। শুরু হয় দুই পক্ষের বচসা। কিছু ক্ষণের মধ্যে তা গড়ায় হাতাহাতিতে।সিভিক ভলান্টিয়ারের অভিযোগ, কাউন্সিলর এবং তাঁর সঙ্গীরা তাঁকে মারধর করেছেন।

সিভিক ভলান্টিয়ারকে মারধর! গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর-সহ ৫

এ নিয়ে রানাঘাট থানায় লিখিত অভিযোগ করেন তিনি। তদন্তে নেমে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। রানাঘাট মহকুমা পুলিশ আধিকারিক প্রবীর মণ্ডল বলেন, ‘‘গ্রেফতার করে ধৃতদের আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’’

Most Popular