Friday, December 8, 2023
Homeজেলালোকসভা ভোটের পর নরেন্দ্র মোদির বিসর্জন, বললেন তৃণমূল বিধায়ক

লোকসভা ভোটের পর নরেন্দ্র মোদির বিসর্জন, বললেন তৃণমূল বিধায়ক

হেদায়তুল্লা পুরকাইত, মগরাহাট: মগরাহাট ২ নং ব্লক অফিসের সামনে মাঠে শুক্রবার বিকালে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মগরাহাট পূর্ব বিধানসভার বিধায়ক নমিতা সাহা বলেন, কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের বিসর্জনের ঘণ্টা বেজে গিয়েছে। শুধু জয়নগর লোকসভা নয়, সারা পশ্চিমবঙ্গ থেকে বিজেপি শূন্য হয়ে যাবে।

লোকসভা ভোটের পর নরেন্দ্র মোদির বিসর্জন, বললেন তৃণমূল বিধায়ক

এদিন তৃণমূলের বিজয়া সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় ভালো ভিড় হয়। মগরাহাট ২ নং ব্লকে, সহ সভাপতি সেলিম লস্করের উদ্যোগে শুক্রবার বিকালে বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় বিজয়া সম্মেলনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেন্দ্রে বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতারা।

লোকসভা ভোটের পর নরেন্দ্র মোদির বিসর্জন, বললেন তৃণমূল বিধায়ক

রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভয় পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। তার জন্য যখন দিল্লিতে ধর্না কর্মসূচি ছিল, তখন দিল্লি পুলিশকে দিয়ে কেমন ভাবে অভিষেক সহ তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীদির তুলে নিয়ে গিয়েছে, তা দেশের মানুষ দেখেছে।

লোকসভা ভোটের পর নরেন্দ্র মোদির বিসর্জন, বললেন তৃণমূল বিধায়ক

সভা শেষে মগরাহাট মামুদপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন মগরাহাট পূর্ব বিধানসভার বিধায়ক নমিতা সাহা, মগরাহাট ২ নং ব্লক সহ সভাপতি সেলিম লস্কর সহ তৃণমূল কংগ্রেসের নেতারা। নমিতা সাহা জানান, ২০২৪ সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকবেন না, বিদায় নেবেন। এদিন মগরাহাটের জনজোয়ারে তা প্রমাণ হয়ে গিয়েছে।

Most Popular