Friday, December 8, 2023
Homeজেলামৌসুনীতে গৃহবধূর দেহ উদ্ধার: স্বামীর ৪ দিনের পুলিশ হেপাজত

মৌসুনীতে গৃহবধূর দেহ উদ্ধার: স্বামীর ৪ দিনের পুলিশ হেপাজত

রবীন্দ্রনাথ মমণ্ডল, নামখানা: বৃহস্পতিবার সকালে মৌসুনীতে ঘর থেকে গৃহবধূ প্রতিমা মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় স্বামী অরুণ মণ্ডলকে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করেছিল ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বাগডাঙার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

মৌসুনীতে গৃহবধূর দেহ উদ্ধার: স্বামীর ৪ দিনের পুলিশ হেপাজত

ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ, ৩০২, ৩০৪ বি ধারা ও ৩, ৪ ডি, পি আইনে মামলা রুজু করে শুক্রবার তাঁকে কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠানো হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাত বছর আগে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌসুনী গ্রাম পঞ্চায়েতের কুসুমতলার বাসিন্দা প্রতিমার সঙ্গে

মৌসুনীতে গৃহবধূর দেহ উদ্ধার: স্বামীর ৪ দিনের পুলিশ হেপাজত

ওই গ্রাম পঞ্চায়েত এলাকারই বাগডাঙ্গার বাসিন্দা অরুণ মণ্ডলের দেখাশোনা করেই বিয়ে হয়েছিল। তাঁদের চার বছরের সন্তানও রয়েছে।

Most Popular