Friday, December 8, 2023
Homeজেলাভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল সাগরের বাসিন্দার

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল সাগরের বাসিন্দার

বিশ্ব সমাচার, সাগর : ভিন রাজ্যে কাজে গিয়ে পাথরের আঘাতে মৃত্যু হল সাগরের এক বাসিন্দার। মৃত পরিযায়ী শ্রমিকের নাম শুভংকর মাহাত। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের মনসা দ্বীপের খাসমহল গ্রামে। বৃহস্পতি রাতে শুভঙ্করের দেহ বাড়িতে নিয়ে আসা হয়।

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল সাগরের বাসিন্দার

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে কাজ করতে গিয়ে ছিল শুভঙ্কর। কাজ করার সময় হঠাৎই তাঁর বুকে পাথরের আহত লাগে। এরপরই তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার তাঁর বাড়িতে মৃত্যুর খবর আসে। মৃত্যুর খবর বাড়িতেই আসতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া।

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল সাগরের বাসিন্দার

স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত ছয় মাস আগে হায়দ্রাবাদের খাম্মাম এলাকায় পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিল শুভঙ্কর। দুই ভাইয়ের মধ্যে শুভঙ্কর ছিল পরিবারের বড় ছেলে। শুভঙ্কর একটি ঠিকাদারের অধীনে পাথরের কাজ করত। কাজ করার সময় পাথরের আঘাতেই তাঁর মৃত্যু হয়।

Most Popular