প্রদীপকুমার সিংহ, বারুইপুর: গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকরা বারুইপুর থেকে বৃহস্পতিবার রাতে দু’টি বাচ্চা ময়ূরকে উদ্ধার করেন। এব্যাপারে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।দু’টি ময়ূরের বাচ্চা পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল বলে জানা গিয়েছে।
বারুইপুর ফরেস্ট ডিপার্টমেন্ট এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর যৌথ উদ্যোগে দু’জনকে বারুইপুর স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো সূত্রের খবর, সূত্র মারফত তারা খবর পায়, দু’টি ভারতীয় ময়ূরের বাচ্চা নিয়ে দুই পাচারকারী বারুইপুরে জড়ো হয়েছে।
সেই মতো তারা বারুইপুরে হানা দিয়ে দুই পাচারকারীকে ধরে। তাদের কাছ থেকে দু’টি ভারতীয় ময়ূরের বাচ্চা উদ্ধার হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা বাঁকুড়া থেকে এই ময়ূরগুলি নিয়ে এসেছিল। এই ময়ূরগুলিকে দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় বিক্রি করা হত। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা করছে।
বারুইপুরে বন দপ্তরের আধিকারিক বলেন, ধৃত দু’জন সম্পর্কে বাবা ও ছেলে। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বকুলতলা থানার অন্তর্গত বারাসাত বেলে দুর্গানগরে। বাবার নাম শাহজাদা লস্কর (৫০) ও ছেলের নাম আমানুল্লাহ লস্কর(২২)। তিনি আরও জানান, উদ্ধার হওয়া ময়ূরগুলিকে প্রথমে ঠিকমতো চিকিৎসা করা হবে।