Wednesday, December 6, 2023
Homeদেশদিল্লিতে চালু হচ্ছে না জোড়-বিজোড় নীতি, সিদ্ধান্ত বদল আপ সরকারের

দিল্লিতে চালু হচ্ছে না জোড়-বিজোড় নীতি, সিদ্ধান্ত বদল আপ সরকারের

দিল্লির দূষণ রোধে এখনই চালু করা হচ্ছে না গাড়ির জোড়-বিজোড় নীতি, এমনটাই জানাল আপ সরকার। দূষণ পরিস্থিতির কথা ভেবেই জোড়-বিজোড় নীতি চালু করার সিদ্ধান্ত নিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকার। ১৩ নভেম্বর থেকে এই নিয়ম চালু করার কথা ছিল।কিন্তু দিল্লি সরকার জানিয়েছে, রাজধানীতে বাতাসের গুণগত মানের উন্নতি হয়েছে।

দিল্লিতে চালু হচ্ছে না জোড়-বিজোড় নীতি, সিদ্ধান্ত বদল আপ সরকারের

তাই এখনই এই পথে হাঁটছে না তারা। তবে দীপাবলির পর বাতাসের গুণগত মান কেমন থাকে সেই পরিস্থিতি পর্যালোচনা করে জোড়-বিজোড় নীতি চালু করা উচিত কিনা, সিদ্ধান্ত নেওয়া হবে।ঘটনাচক্রে দিল্লির দূষণ পরিস্থিতি নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে সুপ্রিম কোর্টে একটি হলফনাম দিয়েছিল দিল্লি সরকার।

দিল্লিতে চালু হচ্ছে না জোড়-বিজোড় নীতি, সিদ্ধান্ত বদল আপ সরকারের

সেই হলফনামায় দূষণ সামলাতে জোড়-বিজোড় নীতির কথা উল্লেখ করা হয়েছিল। কিন্তু শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, জোড়-বিজোড় নীতি চালু করে আদৌ দূষণ আটকানো সম্ভব নয়।

Most Popular