Friday, December 8, 2023
Homeরাজ্যচোরমুক্ত বাংলা গড়ার ডাক শুভেন্দুর, ‘গ্রেপ্তার হবেন’, পালটা কুণাল

চোরমুক্ত বাংলা গড়ার ডাক শুভেন্দুর, ‘গ্রেপ্তার হবেন’, পালটা কুণাল

স্টাফ রিপোর্টা: ২০২৪ সালের ১০ নভেম্বরের মধ্যে বাংলা চোরমুক্ত হবে। নন্দীগ্রামের শহিদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।নন্দীগ্রামে রাজনৈতিক জমি ফিরে পাওয়ার আশায় ২০০৭ সালের ১০ নভেম্বর ‘সূর্যোদয়’ অভিযানের ডাক দিয়েছিল রাজ্যের তৎকালীন শাসক দল সিপিএম।

চোরমুক্ত বাংলা গড়ার ডাক শুভেন্দুর, ‘গ্রেপ্তার হবেন’, পালটা কুণাল

সে দিনের রক্তাক্ত অভিযানে প্রাণ গিয়েছিল জমি আন্দোলনের একঝাঁক নেতা-কর্মীর। তার পর থেকে প্রতিবছর ১০ নভেম্বর শহিদ দিবস পালন করে নন্দীগ্রামবাসী। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে অবশ্য এই শহিদ দিবস অন্য মাত্রা পেয়েছে। গত দুবছর শহিদ দিবস পালন নিয়েও তৃণমূল-বিজেপির ঠান্ডা লড়াই দেখা গিয়েছে।এ বছরও ব্যতিক্রম হয়নি।

চোরমুক্ত বাংলা গড়ার ডাক শুভেন্দুর, ‘গ্রেপ্তার হবেন’, পালটা কুণাল

এবারও করপল্লির শহিদ বেদিতে মাল্যদানের জন্য আলাদা আলাদা সময় বেঁধে দেওয়া হয় প্রশাসনের তরফে। সকাল ৯টা নাগাদ প্রথমে সেখানে মাল্যদানে যান শুভেন্দু। ওই শহিদ বেদীতে দাঁড়িয়েই তিনি বলেন,”পঞ্চায়েত নির্বাচনে যেমন নন্দীগ্রামে চোরমুক্ত গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি গঠন হয়েছে। তেমনি একইভাবে চোর মুক্ত পশ্চিমবঙ্গ তৈরি হবে।”

চোরমুক্ত বাংলা গড়ার ডাক শুভেন্দুর, ‘গ্রেপ্তার হবেন’, পালটা কুণাল

শুভেন্দুর পর ওই একই মঞ্চে শহিদ বেদীতে শ্রদ্ধা জানান কুণাল ঘোষ-সহ তৃণমূল নেতারা।সেই মঞ্চে বসেই শুভেন্দুকে পালটা দেন কুণাল। তিনি বলেন, ২০২৪-এ কেন্দ্রে বিকল্প সরকার গঠিত হলে শুভেন্দু নিজেই গ্রেপ্তার হবে। যে ইডি-সিবিআইয়ের বলে বলিয়ান হয়ে এত বড় বড় কথা বলছেন, সেই ইডি-সিবিআই-ই গ্রেপ্তার করবে শুভেন্দুকে।

Most Popular