Wednesday, December 6, 2023
Homeদেশ‘কৃষ্ণনগর থেকেই দাঁড়াব, দ্বিগুণ ব্যবধানে জিতব’: মহুয়া

‘কৃষ্ণনগর থেকেই দাঁড়াব, দ্বিগুণ ব্যবধানে জিতব’: মহুয়া

সাংসদ পদ খারিজের সুপারিশে এথিক্স কমিটি সিলমোহর দেওয়ার পরই পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবারই তিনি বলেছিলেন, ”আমার সাংসদ পদ বাতিল হলেও পরেরবার দ্বিগুণ ভোটে জিতে ফিরবই।” আর শুক্রবার এক্স হ্যান্ডলে হুঙ্কার দিয়ে বলেন, ”আমি কৃষ্ণনগর থেকে আবার দাঁড়াব এবং দ্বিগুণ ব্যবধানে জিতব।” আদানির নাম করেই তাঁর পোস্ট, ”দয়া করে বলে বেড়াবেন না আমার টিকিটটা এবার কাটা যাচ্ছে।”

‘কৃষ্ণনগর থেকেই দাঁড়াব, দ্বিগুণ ব্যবধানে জিতব’: মহুয়া

এই বিতর্কের মাঝে সোশাল মিডিয়ায় হাজার অস্ত্র প্রয়োগ করলেও সংবাদমাধ্যমের সরাসরি এই প্রথম মুখ খুলেছেন মহুয়া মৈত্র। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ”বিজেপি বোকা। আমাকে ভিলেন বানানোর চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয়, আমি হিরো হচ্ছি। কারণ, জনগণ সব বুঝতে পারছে কী হচ্ছে, কেন হচ্ছে।

‘কৃষ্ণনগর থেকেই দাঁড়াব, দ্বিগুণ ব্যবধানে জিতব’: মহুয়া

এখনও আমার সাংসদ পদ বাতিল হয়নি। আগামী ৪ ডিসেম্বর সংসদে শীতকালীন অধিবেশন। সেখানেই বোঝা যাবে কী হয়। তবে আমার পদ আজ খারিজ করলে আগামীতে আবার ফিরবই।” মহুয়া নিজে যতই কৃষ্ণনগর থেকে লোকসভা ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ করুন, এখনও প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের অন্দরে কোনও আলোচনা হয়নি বলে সূত্রের খবর।

‘কৃষ্ণনগর থেকেই দাঁড়াব, দ্বিগুণ ব্যবধানে জিতব’: মহুয়া

আর প্রার্থীপদ চূড়ান্ত হয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ক্রমেই। তাঁদের স্ক্রুটিনিতে কি পাশ করবেন মহুয়া মৈত্র? সে প্রশ্ন থাকছেই।

Most Popular