শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ডের বড় জয় পাকিস্তানকে বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে দিয়েছে। বাবরদের শেষ চারে যাওয়ার অঙ্ক অসম্ভব। ইংল্যান্ডের বিরুদ্ধে জিতেলেও বন্ধ হয়ে যেতে পারে সেমিফাইনালের দরজা। কারণ নেট রানরেট। কিউয়িদের ছাপিয়ে যেতে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে পাকিস্তানকে।
যা কখনোই সম্ভব নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে আগে ব্যাটিং করে পাকিস্তান ৩০০ রান করলেও বাবর আজমদের জিততে হবে ২৮৭ রানের ব্যবধানে।আবার পাকিস্তান যদি আগে বোলিং করে, তাহলে ইংল্যান্ডকে ৫০ রানের মধ্যে অলআউট করতে হবে। সেই রান পাক দলকে তাড়া করতে হবে ২ ওভারের মধ্যে।
ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচের আগে বাবরদের শেষ চারে যাওয়ার রাস্তা বাতলে দিলেন ওয়াসিম আক্রম। পাকিস্তানের একটি চ্যানেলে টক শোয়েব সময় মজার মন্তব্য করেন কিংবদন্তি। আক্রম বলেন, পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে হবে। তারপর ইংল্যান্ডকে ড্রেসিংরুমে আটকে রেখে ২০ মিনিটে গোটা দলকে টাইম আউট করে ম্যাচ জিততে হবে পাকিস্তানকে। যা শুনে হাসিতে ফেটে পড়ে আক্রমের এককালীন সতীর্থরা।
মিসবা উল হক আবার একটি অন্য পরামর্শ দেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেন, ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করানো উচিত। তারপর ড্রেসিংরুমে তাঁদের আটকে দাও। বাবরদের যে আর কোনও আশা নেই, সেটা সকলেই জানে। তবে ইডেনে ইংল্যান্ডকে হারিয়ে ইতিবাচক ভঙ্গিতে বিশ্বকাপ শেষ করতে চাইবে পাকিস্তান।