স্টাফ রিপোর্টা: ইসকোর জলপ্রকল্পের শিলান্যস অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসানসোল পুরসভার ৯৭ নং ওয়ার্ডের নাকড়াসোতা গ্রাম। এখানকার বাসিন্দারা পানীয় জলের সমস্যায় জর্জরিত দীর্ঘদিন ধরে। তাঁদের দাবি মেনে ইসকোর সিএসআর ফান্ড থেকে জল সরবরাহের জন্য কলের লাইনের উদ্বোধন করার কথা ছিল শুক্রবার।
খবর পেয়ে কলকাতা থেকে ছুটে আসেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।কেন তিনি এই অনুষ্ঠানে এসেছেন, তার যুক্তি হিসাবে বিধায়ক বলেন, যেহেতু তাঁর অনুরোধেই এই জলপ্রকল্প শুরু হয়েছে, তাই তিনি এই অনুষ্ঠানে হাজির হয়েছেন।সেই সময় দলবল নিয়ে হাজির হন স্থানীয় তৃণমূল কাউন্সিলার অনুপ মাঝি।
তিনি দাবি করেন, যেহেতু এই প্রকল্প ইসকোর তাই ইসকোর প্রতিধিনিই এই প্রকল্পের উদ্বোধন করবে। কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব এর মধ্যে থাকতে পারবেন না।এর পর অগ্নিমিত্রাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়।অগ্নিমিত্রার অভিযোগ, প্রথমে গ্রামে তাঁকে ঢুকতে বাধা দেন তৃণমূল কাউন্সিলর অনুপ মাজি। এমনকী হুমকির মুখে পড়ে ইসকোর আধিকারিকরা ভয়ে গ্রামে যেতে চাননি।
অগ্নিমিত্রার অভিযোগ, তৃণমূল সরকার নিজেও কাজ করবে না, কাউকে করতেও দেবে না। বহিরাগতদের এনে এই ঘটনা ঘটানো হয়েছে।তবে বিজেপি বিধায়কের এসব অভিযোগ অস্বীকার করেছেন আসানসোল পুরসভার ৯৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপ মাজি। তাঁর দাবি, কাজে বাধা দিচ্ছেন অগ্নিমিত্রা।
গ্রামবাসীরাই বিক্ষোভ দেখিয়েছেন, বাইরের কেউ সেখানে ছিল না। অন্যদিকে, গ্রামবাসীরা জানাচ্ছেন, পানীয় জলের দাবি দীর্ঘদিনের। গ্রামবাসীদের আবেদনে সাড়া দিয়েছে ইসকো। তারাই জল সরবরাহের জন্য সংযোগের কাজ করেছে। তাই এই কাজে কোনও রাজনৈতিক দলকেই গ্রামে ঢুকতে দেওয়া হবে না।