Wednesday, December 6, 2023
Homeরাজ্যআরও নতুন একটি বন্দে ভারত এল বঙ্গে, চলবে হাওড়া-জলপাইগুড়ির মধ্যে

আরও নতুন একটি বন্দে ভারত এল বঙ্গে, চলবে হাওড়া-জলপাইগুড়ির মধ্যে

স্টাফ রিপোর্টার: আরও নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেস। এটিও চলবে হাওড়া-জলপাইগুড়ির মধ্যেই। এদিন রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করা হয়েছে। বিবৃতিতেই রেলের তরফে লেখা হয়েছে, ‘হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মধ্যে একটি নতুন বন্দে ভারত বিশেষ ট্রেন পরিষেবা চালু করতে পেরে পূর্ব রেলও খুশি।

আরও নতুন একটি বন্দে ভারত এল বঙ্গে, চলবে হাওড়া-জলপাইগুড়ির মধ্যে

যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চালু হচ্ছে 02301/02302 হাওড়া – নিউ জলপাইগুড়ি – হাওড়া বন্দে ভারত স্পেশ্যাল ট্রেন।’ সূত্রের খবর, 02301 হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দে ভারত স্পেশাল ট্রেনের টিকিট বুকিং শুরু হতে চলেছে আগামী ১২ নভেম্বর থেকে। তবে এখনই তৎকাল টিকিট পাওয়া যাবে না।

Most Popular